নিজস্ব সংবাদদাতাঃ রবিবার মালদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গরুর। মালদহের চাঁচলের স্টেডিয়ামের মধ্য়ে ঢুকে পড়েছিল গরুটি। সেখানেই চড়ে বেড়াচ্ছিল গরুটি। সম্প্রতি পঞ্চায়েতের তরফে স্টেডিয়ামের চারপাশে লাগানো হয়েছে বাতিস্তম্ভ। তার মধ্যে একটি বাতিস্তম্ভের কাছে যেতেই তড়িদাহত হয় ওই গরু। তারপর মাঠেই মৃত্যু হয়। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের প্রশ্ন, মাঠে চড়তে গিয়ে মৃত্যু হল গরুর। রোজ প্রচুর মানুষ মাঠে যান। হাঁটাহাঁটি করেন। বাচ্চারা সেখানে খেলে। বাতিস্তম্ভ থেকে বাচ্চারা বিদ্যুৎস্পৃষ্ট হলে কী হত? অন্যদিকে, গরুর মৃত্যুর জন্যে ক্ষতিপূরণের দাবি করেছে এলাকার বাসিন্দারা।