নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮২২ জন। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ৭০১ জন। এরপরই সংক্রমিতের তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই দুই জেলায় একদিনে আক্রান্ত যথাক্রমে ৪৫৫ এবং ১১০ জন। হুগলিতে একদিনে ৮৬ এবং হাওড়ায় ৮১ জনের শরীরে থাবা বসিয়েছে কোভিড। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২০ লক্ষ ৩৪ হাজার ৪৮৫ জন। বর্তমানে দৈনিক পজিটিভিটি বেড়ে ১৪.১০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২২৫ জন।একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫২৬ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ২ হাজার ৬৭৭ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৪ শতাংশ।