New Update
/anm-bengali/media/post_banners/6JlBuuXeRxw2OMkB3ge2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার জম্মুর আকাশে ড্রোনের দেখা মিলল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ জম্মুর নান্দপুর, রামগড়, সাম্বা ও মিরাসাহিবে কয়েক মিনিটের ব্যবধানে চারটি ড্রোন উড়তে দেখা যায়। নান্দপুরে সেনা জওয়ানরা ড্রোন লক্ষ্য করে গুলিও চালান বলে খবর। বেশ কিছুক্ষণ জম্মুর আকাশে ছিল ওই চারটি ড্রোন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us