কয়েক মিনিটের ব্যবধানে ৪টি ড্রোনের দেখা মিলল উপত্যকায়

author-image
Harmeet
New Update
কয়েক মিনিটের ব্যবধানে ৪টি ড্রোনের দেখা মিলল উপত্যকায়

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার জম্মুর আকাশে ড্রোনের দেখা মিলল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ জম্মুর নান্দপুর, রামগড়, সাম্বা ও মিরাসাহিবে কয়েক মিনিটের ব্যবধানে চারটি ড্রোন উড়তে দেখা যায়। নান্দপুরে সেনা জওয়ানরা ড্রোন লক্ষ্য করে গুলিও চালান বলে খবর। বেশ কিছুক্ষণ জম্মুর আকাশে ছিল ওই চারটি ড্রোন।