বাঘ আসলে শিয়াল পালিয়ে যায়, চন্দ্রশেখর রাওকে তির্যক মন্তব্য বিজেপি সভাপতির

author-image
Harmeet
New Update
বাঘ আসলে শিয়াল পালিয়ে যায়, চন্দ্রশেখর রাওকে তির্যক মন্তব্য বিজেপি সভাপতির

নিজস্ব সংবাদদাতাঃ আজ তেলেঙ্গনায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নরেন্দ্র মোদীকে আহ্বান জানাতে বিমানবন্দরে আসেননি তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। এবার এই বিষয় নিয়ে চন্দ্রশেখর রাওকে শিয়ালের সঙ্গে তুলনা করলেন তেলেঙ্গনার বিজেপি সভাপতি বান্দি সঞ্জয়। 

তিনি বলেন, “বাঘ আসলে শিয়াল পালিয়ে যায়। এখন যখন বাঘ এসেছে, সে পালাচ্ছে, আমরা জানি না কেন সে এমন করছে? আগামী দিনগুলিতে, এখানে জাফরান এবং পদ্ম পতাকা উত্তোলন করা হবে”।