শিয়ালদহ লাইনে বাতিল ৩৮ টি লোকাল ট্রেন, সমস্যায় সাধারণ যাত্রী

author-image
Harmeet
New Update
শিয়ালদহ লাইনে বাতিল ৩৮ টি লোকাল ট্রেন, সমস্যায় সাধারণ যাত্রী

নিজস্ব সংবাদদাতাঃ শিয়ালদহ লাইনের বিভিন্ন দিকে শনিবার রাত সাড়ে ১১ টার পর থেকে বন্ধ থাকবে ৩৮ টি লোকাল ট্রেন। রেলব্রিজ মেরামতির কাজ করার জন্য বন্দ্য রাখা হবে ট্রেন গুলি। কাল সকাল সাড়ে ৯ টার পর্যন্ত বন্ধ থাকবে ট্রেনগুলি। 



Barddhaman - Sealdah Local/31152 IRCTC Fare Enquiry - Railway Enquiry


যার ফলে ইতিমধ্যেই ব্যপক ভিড় দেখা দিয়েছে স্টেশন গুলিতে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এই প্রসঙ্গে নির্মল কর্মকার নামের এক নিত্যযাত্রী জানান, “সময়ের আগেই বাড়ি ফিরতে হচ্ছে সকলকে। যার ফলে স্টেশন চত্বর ও ট্রেনগুলিতে ভিড় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যার ফলে চাপাচাপিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে”।