ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরির সযোগ

author-image
Harmeet
New Update
ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরির সযোগ

নিজস্ব সংবাদদাতাঃ ইঞ্জিনিয়ার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে চলছে নিয়োগ। ডেপুটি ম্যানেজার ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ। মোট শূন্যপদ ৩২ টি। আইটি এবং কম্পিউটার সাইন্সে ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্রাজুয়েশন করা থাকলে চাকরির জন্য আবেদন করা যাবে।

বয়স- ডেপুটি ম্যানেজার- ৩৬ বছর।

        অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ৩৩ বছর।

বেতন- ডেপুটি ম্যানেজার- ৭০,০০০ থেকে ২০০,০০০ টাকা।

          অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ৬০,০০০ থেকে ১৮০,০০০ টাকা।

আবেদনের জন্য জেনারেল ও ওবিসি চাকরি প্রার্থীদের ৫০০ টাকা লাগবে। এসসি, এসটি ও প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের কোনও আবেদন মূল্য লাগবে না। আবেদনের শেষ তারিখ ১৯.০৭.২০২২। আবেদনের জন্য পাওয়ার গ্রিডের ওয়েব সাইট ভিসিট করুন (https://careers.powergrid.in/cc-lateral-erpnit-2022/c/default.aspx )।