বর্ষপূর্তির মুখে তালিবান শাসন, এখনও গৃহহীন হতে হচ্ছে আফগানবাসীদের

author-image
Harmeet
New Update
বর্ষপূর্তির মুখে তালিবান শাসন, এখনও গৃহহীন হতে হচ্ছে আফগানবাসীদের

নিজস্ব সংবাদদাতাঃ তালিবান শাসন ব্যবস্থার ১ বছর পূর্ণ হতে চলেছে। গতবছর আগস্ট মাসে তালিবান শাসক গোষ্ঠী আফগানিস্তানে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করে। তবে এরপর থেকেই আফগানিস্তানে মানবিক অধিকার লুপ্ত হতে বসেছে। 






বর্তমান তথ্য অনুসারে তালিবান শাসকদের অত্যাচারে এখনও হাজার হাজার আফগানবাসীকে গৃহহীন হতে হচ্ছে। তথ্য অনুসারে, বর্তমানে আফগানিস্তানের ৫০০,০০০ আফগান পরিবার যেকোনো মুহূর্তে গৃহহীন হওয়ার আতঙ্কের মধ্যে বাস করছেন।