উদয়পুরের ঘটনার ছায়া মহারাষ্ট্রে, নূপুরকে সমর্থন করে খুন ব্যক্তি

author-image
Harmeet
New Update
উদয়পুরের ঘটনার ছায়া মহারাষ্ট্রে, নূপুরকে সমর্থন করে খুন ব্যক্তি


নিজস্ব সংবাদদাতাঃ
ফের একবার বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সমর্থন করার মাশুল গুনতে হল এক ব্যক্তিকে। জানা গিয়েছে, এবার মহারাষ্ট্রের অমরাবতীতে ৫৪ বছর বয়সী  উমেশ কোলহে নামের এক কেমিস্টকে খুন করার অভিযোগ উঠেছে। 


সম্প্রতি ওই ব্যক্তিও নূপুর শর্মার সমর্থনে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ মুদ্দসির আহেমদ, শাহরুখ পাঠান, আব্দুল থৌফিক, শোয়েব খান এবং আতিব রশিদকে পুলিশ গ্রেফতার করেছে। যদিও ডাঃ ইউসুফ খান এখনও পলাতক রয়েছেন।