New Update
/anm-bengali/media/post_banners/7ZvMF7c4qWA3wnjxTdjm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে তালিবান শাসনের ১ বছর সম্পূর্ণ হতে চলেছে। এই পরিস্থিতিতেই এবার ভয়াবহ তথ্য তুলে ধরলেন আফগানিস্তানের সাবেক ডেপুটি স্পিকার ফুওজিয়া কুফি।
আফগানিস্তানের নারীদের মানবাধিকার নিয়ে এইচআরসি এর তরফে বিশেষ সম্মেলন আয়োজন করা হয়। সেই সম্মেলনেই ফুওজিয়া কুফি জানিয়েছেন, আফগানিস্তানে মানসিক অবসাদে ভুগে প্রতিদিন একাধি নারী আত্মহত্যা করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us