শিলিগুড়ি পুরনিগমে ২ টি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিল সি.আই.আই

author-image
New Update
শিলিগুড়ি পুরনিগমে ২ টি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিল সি.আই.আই

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি:কোভিড মোকাবিলা আরো একবার এগিয়ে এলো সি. আই. আই। শিলিগুড়ি পুরনিগমে ২ টি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হল সি.আই.আইয়ের তরফে। বর্তমানে করোনার সাথে লড়াই করার জন্য অত্যন্ত প্রয়োজনী অক্সিজেন। প্রথম দিকে চাহিদার তুলনায় অক্সিজেনের যোগান কম থাকলেও বর্তমানে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে অক্সিজেনের যোগানে ঘাটতি নেই। তারপরেও করোনা আক্রান্ত রোগীদের যাতে অক্সিজেন পেতে কোনোরকম অসুবিধা না হয় সেজন্য বৃহস্পতিবার সি.আই.আইয়ের পক্ষ থেকে সঞ্জয় টিব্রুয়াল পুরনিগমের প্রশাসক গৌতম দেবের হাতে দুটি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেন।

গৌতম দেব জানিয়েছেন, এই দুটি অক্সিজেন কনসেনট্রেটর একসঙ্গে চারজন রোগীর চিকিৎসায় ব্যবহার করা যাবে। তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গৌতম দেব বলেন সাধারণ মানুষের প্রয়োজনে এই অক্সিজেন কনসেনট্রেটর দুটি ব্যবহার করা হবে।