New Update
/anm-bengali/media/post_banners/NoIf6sQuYXCUzisr1S4S.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টানা দুদিন ধরে হওয়া বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। জলমগ্ন হয়ে পড়েছে আন্ধেরি, বান্দ্রা, কুর্লা, সান্তাক্রুজ, ঘাটকোপর, হিন্দমাতা, ওরলি, লোয়ার প্যারেল। একাধিক জায়গায় জল জমে যাওয়ার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রেললাইনে জল জমে যাওয়ার কারণে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবাও। সেইসঙ্গে আবহাওয়া দফতরের তরফ থেকে কমলা সতর্কতা অবধি জারি করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us