New Update
/anm-bengali/media/post_banners/msVWU41bMYYlxkjBSxqy.jpg)
নিউজ ডেস্কঃ পুরুলিয়া, বিজেপির কাশীপুর বিধানসভার পক্ষ থেকে হুল দিবস পালিত হলো কাশীপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত রাঙ্গুনীগোড়া এলাকায়।উপস্থিত ছিলেন, পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো।
কাশীপুরের বিজেপির বিধায়ক কমলাকান্ত হাঁসদা,পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, দলের জেলা সভাপতি বিবেক রাঙ্গা প্রমুখ।অনুষ্ঠানে হয়েছে আদিবাসী নাচ।হুল দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন সাংসদ,বিধায়করা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us