এবার শিলিগুড়িতেও ঢোকা যাবে না সহজে, কেন জানেন?

author-image
Harmeet
New Update
এবার শিলিগুড়িতেও ঢোকা যাবে না সহজে, কেন জানেন?

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়িঃ জলপাইগুড়ি জেলায় বিভিন্ন হোটেল অথবা রিসর্টে পর্যটক আসার ক্ষেত্রে আজ বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন নির্দিষ্ট বিধি জারি করলেন। অর্ডারে পরিষ্কারভাবে লেখা আছে ভ্যাক্সিনেশনের দুটি ডোজ নেওয়ার সার্টিফিকেট অথবা ৪৮ ঘন্টা মধ্যের RT PCR রিপোর্ট নেগেটিভ থাকলে হোটেল বা রেস্টুরেন্টের থাকা যাবে। এই নয়া নির্দেশ  প্রকাশ করে জানালেন জলপাইগুড়িতে জেলা শাসক মৌমিতা গোদারা বসু। তাছাড়া পর্যটকরা এই শর্ত না মানলে জলপাইগুড়ি জেলার কোনও হোটেল অথবা রিসোর্টে থাকা নিষেধ বলে পরিষ্কার ভাবে  অর্ডারে উল্লেখ আছে। এই নিয়ে গোরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদক শ্রী  দেবকমল মিশ্র বলেন যে, 'অনেকদিন পর এই ব্যবসাটি উঠতে শুরু করেছিলো কিন্তু আবার এই পর্যটন ব্যবসা গ্রাফ নেমে যেতে শুরু করছে। আমরা এ ব্যবসা কী করে সামাল দেব, কী করে খরচ বহন করব কিছুই বুঝতে পারছি না ।'