ফের মিড-ডে মিলের খাবারে পোকা

author-image
Harmeet
New Update
ফের মিড-ডে মিলের খাবারে পোকা

নিজস্ব সংবাদদাতাঃ ফের মিড-ডে মিলের খাবারে পোকা। ঘটনায় উত্তজনা ছড়াল এলাকায়। নদিয়ার নাকাশিপাড়া বেথুয়ারী পশ্চিম জগদানন্দপুর মাঠপাড়া এলাকার ঘটনা। সেখানেই শিশুদের খাবারে পোকা পড়ে থাকা নিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বৃহস্পতিবার দুপুরে এলাকার বাসিন্দারা শিশুর জন্য মিড ডে মিলের খাবার নিতে আসেন। তাঁদের মধ্যে শিউলি মণ্ডল নামে একজনের খাবারে জীবন্ত পোকা পড়ে থাকতে দেখা যায়। এরপর ওই খাবারটি মিক্সিতে ঢালতেই পোকাটি বেরিয়ে আসে। যদিও, এর দায় স্বীকার করে নিয়েছেন শিশু কেন্দ্রের হেলপার সবিতা দাস এবং অঙ্গনওয়াড়ির শিক্ষিকা অনিতা রায় দাস।তাঁরা জানান, খাবার যখন দিয়েছিলেন তখন দেখেননি পোকা পড়ে রয়েছে। অভিভাবকরা তাঁদেরকে এই বিষয়টি এসে দেখান। ঘটনার পরে নাকাশিপাড়া বিডিও এবং সিডিপিও ঘটনাস্থলে আসেন। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেন।