New Update
/anm-bengali/media/post_banners/GMXsUYJMhfFMm5N8imFI.jpg)
নিজস্ব প্রতিনিধি-ইসলামাবাদ বেলুচ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) বুধবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী কর্তৃক রাজনৈতিক কর্মীদের জোরপূর্বক অপহরণের নিন্দা জানাতে একটি অনলাইন প্রচারণা শুরু করবে৷
​
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, অরনাচ খুজদার থেকে পাকিস্তান সেনাবাহিনীর হাতে অপহরণ করা বিএনএম নেতা ডক্টর দ্বীন মোহাম্মদ বালুচকে জোরপূর্বক অপহরণের প্রতিবাদে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে BNM-এর #SaveDrDeen Mohd Baloch প্রচারণা চালানো হবে।বিএনপি নেতার নিখোঁজের ১৩ বছর পূর্তি উপলক্ষে এ প্রচারণা চালানো হবে।বিকেল ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত এই প্রতিবাদ চলবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us