উদয়পুরে কানহাইয়া লালের হত্যায় পাকিস্তানি স্লিপার সেলের হাত, দাবি সূত্রের

author-image
Harmeet
New Update
উদয়পুরে কানহাইয়া লালের হত্যায় পাকিস্তানি স্লিপার সেলের হাত, দাবি সূত্রের

নিজস্ব সংবাদদাতাঃ উদয়পুরে কানহাইয়া লাল হত্যার ঘটনায় পাকিস্তানি স্লিপার সেলের হাত রয়েছে। গোয়েন্দা সংস্থার তরফে এমনই খবর মিলছে বলে দাবি ইন্ডিয়া টুডের। যা নিয়ে ফের একদফা শোরগোল শুরু হয়েছে। উদয়পুরের টেলার কানহাইয়া লালকে সম্প্রতি শিরচ্ছেদ করা হয়। কানহাইয়া লালকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ইতিমধ্য়েই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কানহাইয়া লালের হত্যার ঘটনায় কমপক্ষে ১০ জন জড়িত বলে খবর মিলছে।


উদয়পুরের মালদাস স্ট্রিটে কানহাইয়া লালকে হত্যার পর অভিযুক্তরা সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দেয় বলে অভিযোগ।