মাত্র ২ মিনিট ১১১ টি পাখির নাম! রেকর্ড একরত্তির

author-image
Harmeet
New Update
মাত্র ২ মিনিট ১১১ টি পাখির নাম!  রেকর্ড একরত্তির

নিউজ ডেস্ক, মেদিনীপুরঃ প্রখর স্মৃতি শক্তির জেরে একসঙ্গে ১১১টি বিভিন্ন প্রজাতির পাখির নাম বলতে পারায় চলতি মাসের ১০ তারিখ ৫ বছর ৪ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নজর কাড়লো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের চন্দ্রকোনা পৌরসভার ৮ নং ওয়ার্ড জয়ন্তীপুরের ছোট্ট শ্বেতা। সোমবার রথযাত্রার দিন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে শ্বেতার বাড়িতে পৌঁছে যায় মেডেল,বই,শংসাপত্র সহ একাধিক পুরস্কার। রথের দিনে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে পাঠানো পুরষ্কার পেয়ে খুশি শ্বেতা ও তার বাবা মা সহ গোটা পরিবার। জানা যায়, শ্বেতা দত্ত স্থানীয় একটি নার্সারী স্কুলে সিনিয়র কেজির ছাত্রী। বাবা অভিজিৎ দত্ত গনিতের শিক্ষক, চন্দ্রকোনারই মল্লেশ্বরপুর সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের,মা সুদেষ্ণা দত্ত গৃহবধূ। অভিজিৎ দত্ত ও সুদেষ্ণা দত্তর একমাত্র কন্যা শ্বেতা। ছোট থেকেই তার স্মৃতি শক্তি প্রখর, অনায়াসে একসাথে একাধিক জিনিসের নাম অনরগল বলে দিতে পারে। পাশাপাশি এই বয়সে নিজে হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়া থেকে কবিতা,আবৃত্তি পাঠে নিপুন চন্দ্রকোনার ক্ষুদে ওই প্রতিভাবান মেয়ে।