Maharashtra Crisis: গোয়া যাচ্ছে 'বিদ্রোহী'রা

author-image
Harmeet
New Update
Maharashtra Crisis: গোয়া যাচ্ছে 'বিদ্রোহী'রা

নিজস্ব সংবাদদাতাঃ সুরাট, গুয়াহাটির পর এবার গোয়া যাচ্ছে মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়করা। জানা গিয়েছে, বুধবার গুয়াহাটি থেকে গোয়ার জন্য সমস্ত বিদ্রোহী শিবসেনা বিধায়কদের নিয়ে যাওয়ার জন্য স্পাইসজেটের বিমানটি গুয়াহাটি থেকে উড়বে। এর আগে স্পাইস জেটের বিমানটি বিদ্রোহী বিধায়কদের সুরাট থেকে গুয়াহাটি নিয়ে গেছে। 



এদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট। উদ্ভব ঠাকরেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। তাই নিজেদের ঘর গোছাতে আজ সন্ধ্যার মধ্যে মুম্বইয়ের তাজ প্রেসিডেন্ট হোটেলে দলীয় বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বিজেপি।