নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। ইতিমধ্যে তিন জেলায় জারি লাল সতর্কতা। আগামী ৩০ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, একটানা বৃষ্টি তার মধ্যে আবার বেহাল রাস্তা। যার ফলে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত হন আরও দু’জন। মৃত যুবকের নাম অর্জুন রায় (২৫)। বাড়ি ময়নাগুড়ি পানবাড়ি এলাকায়। অর্জুন এর সঙ্গে ছিলেন নয়ন মণ্ডল এবং সুদর্শন রায়। সূত্রের খবর, রাতের বেলা ৩ যুবক মোটরবাইকে করে পানবাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। পাশ দিয়ে একটি ১০ চাকার লরি সামনে চলে আসলে তাকে পাশ কাটাতে গেলে মোটরবাইক স্লিপ করে দুর্ঘটনাটি ঘটে। বাইক থেকে ছিটকে পড়েন তিনজন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাইকে থাকা বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।