নিজস্ব সংবাদদাতাঃ বেশিরভাগ পুরুষই বিয়ের রাতে যেন পাগল হয়ে যান। তারা এমন আচরণ করে যেন তারা আগে কোনো মহিলাকে দেখেয়নি বা সেক্স করেনি। এমন ভুল একদম করবেন না। নিজেকে শান্ত রাখুন এবং স্ত্রীর চাহিদার কথা মাথায় রেখে তার সম্মতি নিয়ে এগিয়ে যান।
এই সময়ে কোনো ধরনের ভান এবং অতিরিক্ত অভিনয় এড়িয়ে চলুন।