নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি ব্যস্ত শপিং সেন্টারে আঘাত হেনেছে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র। সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, সোমবারের এই হামলায় অন্তত ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শপিং সেন্টার থেকে ধোঁয়া উড়ছে। সেখানে জড়ো হয়েছে অগ্নিনির্বাপক ট্রাক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, রুশ ক্ষেপণাস্ত্র যখন আঘাত হানে তখন শপিং সেন্টারটির ভেতরে সহস্রাধিক বেসামরিক নাগরিক ছিলেন।
তিনি আরও লিখেছেন, দখলদাররা শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আগুন ছড়িয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা আগুন নেভাচ্ছে। হতাহত অকল্পনীয়। রাশিয়া আমাদের সাধারণ নাগরিকদের ওপর তাদের নপুংসকতা জাহির করে চলেছে। রাশিয়ার কাছ থেকে শালীনতা ও মানবতা আশা করা ভুল। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান কিরিলো টাইমোশেঙ্কো জানান, উদ্ধার কাজ চলছে। আহত ৯ জনের অবস্থা গুরুতর।