নিজস্ব সংবাদদাতাঃ গত মাসে যেখানে করোনার দৈনিক গ্রাফ একশোর নিচে নেমে গিয়েছিল, সেখানে চলতি মাসে বাংলায় লাফিয়ে বেড়েছে মারণ ভাইরাসের সংক্রমণ। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৫১ জন। কলকাতাতে একদিনে আক্রান্ত ২৪৮ জন। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ২৫ হাজার ৫২৩ জন। বর্তমানে দৈনিক পজিটিভিটি বেড়ে ৯.৫৫ শতাংশ। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশ করোনা মুক্ত হয়ে গিয়েছেন।
তবে গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় কোনও মৃত্যু হয়নি। রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২১৬ জন। একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ২৪৮ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ২২৭ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।