অমরনাথ যাত্রার তিন দিন আগে, বিএসএফ-এর গুলিতে নিহত পাক অনুপ্রবেশকারী

author-image
Harmeet
New Update
অমরনাথ যাত্রার তিন দিন আগে, বিএসএফ-এর গুলিতে নিহত পাক অনুপ্রবেশকারী

নিজস্ব সংবাদদাতাঃ  অমরনাথ যাত্রার তিন দিন আগে সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তের কাছে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হবিএসএফ। বিএসএফ সূত্রে  জানা যায়, রাত ১২ঃ১০ নাগাদ সতর্ক বিএসএফ সদস্যরা বিওপি বাকুরপুরের সাধারণ এলাকায় বেড়ার ওপারে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে।রাতে আমাদের আধিপত্য পার্টি লক্ষ্য করে যে, পাকিস্তানের দিক থেকে একজন ব্যক্তি আগ্রাসীভাবে বেড়ার দিকে এগিয়ে আসছে, যার উদ্দেশ্য ছিল বেড়া অতিক্রম করার। বিএসএফের একটি দল তাকে থামানোর চেষ্টা  করেছিল। কিন্তু ওই অনুপ্রবেশকারী তাতে কোনও মনোযোগ না দিয়ে   বেড়ার দিকে তার গতিবিধি অব্যাহত রাখে।"



বিএস এফের এক বিবৃতিতে বলা হয়,''  বিএসএফ সৈন্যরা অনুপ্রবেশকারীর উপর তিন রাউন্ড গুলি চালায়।''