/anm-bengali/media/post_banners/VYB6T7mef5qlV0iJKv9h.jpg)
হরি ঘোষ, আসানসোল: টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে এক যুবককে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা রানীগঞ্জে। অভিযোগ রানীগঞ্জ থানার অন্তর্গত এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে।
মৃত যুবকের পরিবার ও গ্রামবাসীদের একাংশ দোষীদের শাস্তির দাবিতে রানীগঞ্জ থানায় বিক্ষোভ দেখিয়েছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। মৃত যুবকের নাম সুপ্রভাত মন্ডল। জামুরিয়া থানার ডাহুকা গ্রামের বাসিন্দা।
মৃত যুবকের পিতা উত্তম মন্ডল অভিযোগ করেন যে রানীগঞ্জের প্রভাবশালী ব্যবসায়ী জয়দেব খাঁ তাকে একটি টাকা ভর্তি ব্যাগ রাখতে দিয়েছিল। সেই ব্যাগ জয়দেব নিয়ে গেলেও পরবর্তী ক্ষেত্রে সেই ব্যাগে কয়েক কোটি টাকা ছিল বলে তার ছেলের কাছে দাবি করে। এরপরই তার ছেলে সুপ্রভাত মন্ডলকে বক্তানগর এলাকাযর একটি ইট ভাটায় আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। ছেলের সঙ্গে দেখা করতে গেলে তাকে ও তার স্ত্রীকে যথেচ্ছ অত্যাচার করে জয়দেব খাঁ, দাবি উত্তম মন্ডলের।
এসিপি সেন্ট্রাল তথাগত পান্ডে জানান মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে সাতজনের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us