নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ থেকে ২৭ জুনের মধ্যে নির্ধারিত জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রবিবার জার্মানির উদ্দেশ্যে রওনা হয়েছেন। যেখানে তিনি জি-৭ এবং অতিথি দেশগুলির সঙ্গে বৈঠক করবেন এবং সমসাময়িক বিষয়ে মতামত বিনিময় করবেন।
প্রধানমন্ত্রী মোদী ভারতে ফিরে আসার সময় সংযুক্ত আরব আমিরাতও সফর করবেন। তিনি বলেন, 'আমি জি-৭ ভুক্ত দেশগুলো, জি-৭-এর সহযোগী দেশগুলো এবং অতিথি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে পরিবেশ, জ্বালানি, জলবায়ু, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সন্ত্রাস দমন, লিঙ্গ সমতা ও গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় করব। আমি শীর্ষ সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী কয়েকটি জি-৭ ও অতিথি দেশের নেতাদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি," এক বিবৃতিতে বলেন প্রধানমন্ত্রী।