New Update
/anm-bengali/media/post_banners/dvFnmW6LnwylLx35kuL2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার সমাজকর্মী তিস্তা সেটালভাদেরের মুম্বইয়ের বাসভবনে পৌঁছায় গুজরাত এটিএস । সূত্রের খবর, এনজিওর সঙ্গে সম্পর্কিত একটি মামলার কারণেই এটিএস তাঁর বাসভবনে গিয়েছে বলে খবর। ইতিমধ্যে তাঁকে আটক করেছে বলে খবর।
তাঁকে আটক করে মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us