New Update
/anm-bengali/media/post_banners/FSWC4gXHBnUlNiphh0eM.jpg)
বারাবনি: বারাবনি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ধানক্ষেত হোক বা পুকুর বা ডাঙা জমি হোকইট মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে মাটি কাটার মেশিন লাগিয়ে মাটি খুঁড়ে মাটি পাচার করছে।
এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থসারথি মুখার্জি পরিষ্কার বলে দিয়েছেন,“আমাদের কাছে এই ব্যাপারে কোন পারমিশন কেউই নেয়নি। এটা কিছু ইটের দালাল চক্র এই জায়গাগুলি থেকে মাটি কেটে নিয়ে পালাচ্ছে এবং মাটি এমন ভাবেই কেটে নিচ্ছে যেকোনও সময় ভয়াবহ অ্যাক্সিডেন্ট হতে পার”।
এই ব্যাপারে বিএলআরওকেও জানানো হয়েছে। কিন্তু উনি এখনও কোনও কথা জানাননি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us