ঝাড়গ্রামের কুণ্ডলডিহি এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত, হাতির হামলায় মৃত্যু গবাদিপশুর

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রামের কুণ্ডলডিহি এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত, হাতির হামলায় মৃত্যু গবাদিপশুর

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের কুণ্ডলডিহি গ্রামে বুধবার রাতে হাতির হামলায় একজনের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, ফের এলাকায় তান্ডব চালাচ্ছে দাঁতালের দল। আজ সকালে থেকে ফের হাতির দল তান্ডব শুরু করেছে। জানা গিয়েছে জামবনি ব্লকের চিল্কিগড় এলাকায় হাতির হামলায় একটি গরুর মৃত্যু হয়েছে। যার ফলে ওই এলাকার গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। ভোরে ফের পুকুরিয়া বীটের কুন্ডলডিহি এলাকায় হাতির দল ব্যাপক তান্ডব শুরু করে। সেই সঙ্গে ইউনাইটেড ক্লাব সংলগ্ন গোডাউন থেকে ধানের বস্তা টেনে বের করে খেয়ে হাতি তাণ্ডব চালায়। সারাদিন ইউনাইটেড ক্লাব সংলগ্ন জঙ্গলে আশ্রয় নিচ্ছে হাতির দল। আর সূর্যের আলো ডুবলেই এলাকায় তান্ডব শুরু করছে হাতির দল ।