New Update
/anm-bengali/media/post_banners/Ls7jwJFSQw8fm1MLz5i0.jpg)
নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডেকে চিঠি লিখে আসাম ছাড়তে বললেন রাজ্যের কংগ্রেস প্রধান ভূপেন কুনমার বোরাহ। চিঠিতে রাজ্যের স্বার্থে যত দ্রুত সম্ভব তাকে আসাম ছাড়তে বলা হয়েছে।
আসাম কংগ্রেসের প্রধান ভূপেন কুমার বোরাহ একনাথ শিন্ডেকে লেখা তার চিঠিতে বলেছেন - "সাংবিধানিক মূল্যবোধ এবং আনুগত্যের প্রতি আদৌ কোনো সম্মান নেই এমন বিধায়কদের জন্য গুয়াহাটিকে নিরাপদ স্বর্গ হিসাবে বিবেচনা করে আপনার উপস্থিতিতে আসামের মানহানি হয়েছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us