নিজস্ব সংবাদদাতাঃ সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিশ্বকে কার্বনমুক্ত করতে বদ্ধপরিকর অন্ধ্রপ্রদেশের হোটেল ব্যবসায়ী নারায়ণা রাও। বিশাখাপত্তনমে তাঁর ২৪ রুমের বাতানুকুল হোটেলের জানলা সরিয়ে সেখানে বসালেন ১০০ কিলো ওয়াটের সৌরপ্যানেল।
এই বিষয়ে তিনি জানান, পৃথিবীকে সবুজ করতে তাঁর এই উদ্যোগ। এই সৌরপ্যানেল বসাতে গিয়ে যে অর্থ তিনি আজ ব্যয় করলেন। আগামী ৬ বছরে সেই টাকা ফের তাঁর কাছে ফিরে আসবে।