আগ্নেয়াস্ত্র বহন নিয়ে মার্কিন শীর্ষ আদালতের বড় রায়

author-image
Harmeet
New Update
আগ্নেয়াস্ত্র বহন নিয়ে মার্কিন শীর্ষ আদালতের বড় রায়

নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার জেরে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহন করার বিরুদ্ধে মার্কিন শীর্ষ আদালতে একটি পিটিশন দায়ের করা হয়। তবে মার্কিন শীর্ষ আদালত জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের পক্ষেই রায় দিয়েছে। 



New Gun Subculture Is on the Rise in Liberal States with Stricter Gun Laws  | The Brink | Boston University


মার্কিন শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে কোনও ব্যক্তি নিজের রক্ষার জন্য জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহন করতে পারবে। মার্কিন আদালতের ১৪ নম্বর ধারার উল্ল্যেখ করে এই রায় দেওয়া হয়েছে। তবে আগ্নেয়াস্ত্র বহনকারী ব্যক্তিকে সঠিক কারণ দেখাতে হবে।