New Update
/anm-bengali/media/post_banners/b1ygD4a8qb3KVx7uPy6U.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। হিমাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে চলছে নিয়োগ। আচার্য (জ্যোতিষ) পদে চলছে নিয়োগ। মোট শূন্যপদ ১ টি। আচার্য ডিগ্রিতে ৫৫ শতাংশ নম্বর পেলে চাকরির জন্য আবেদন করা যাবে। এসসি এবং এসটি চাকরি প্রার্থীদের জন্য ৫ শতাংশের ছাড় রয়েছে।
বয়স- চাকরি প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২২ এর মধ্যে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। এসসি,এসটি, ওবিসি এবং প্রতিবন্ধীদের জন্য ৫ বছরের বয়সের ছাড় রয়েছে।
বেতন- ১৫,৬০০ থেকে ৩৯,১০০ টাকা।
আবেদনের জন্য হিমাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েব সাইট ভিসিট করুন (https://www.apprenticeshipindia.gov.in/) । আবেদন মূল্য হিসাবে জেনারেলদের ৪০০ টাকা ও বাকি চাকরি প্রার্থীদের ১০০ টাকা লাগবে। মহিলাদের কোনও টাকা লাগবেনা । আবেদনের শেষ তারিখ ১৪.০৭.২০২২।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us