New Update
/anm-bengali/media/post_banners/2r8i77fGeg6WA3DETyDE.jpg)
নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ বুধবার বারাবনির দোমহানি হাট পরিদর্শন করলেন ব্লক প্রশাসন। এদিনের পরিদর্শনে অংশ নেন বারাবনির বিডিও সৌমিত্র প্রতিম প্রধান, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিং সহ অন্যান্যরা। বারাবনি ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোমহানি হাটের মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। হাটের অভ্যন্তরীণ কি কি অসুবিধা রয়েছে সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই হাটে উন্নয়ন মুলক কাজ করা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us