New Update
/anm-bengali/media/post_banners/nY29Ee0rmL2FLDKoxpdH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নেপালে ক্রমে বাড়ছে পেট্রলিয়ামের দাম। এর জেড়ে মঙ্গলবার নেপালের অল নেপাল ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টস ইউনিয়ন নেপালের রাজপথে নেমে বিক্ষোভে সামিল হয়। মশাল হাতে বিক্ষোভ দেখায় তারা। তারা নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, অর্থমন্ত্রী জনার্দন শর্মা এবং সরবরাহ মন্ত্রী দিলন্দ্র প্রসাদ বদুর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায়। এছাড়াও প্রধানমন্ত্রী সহ মন্ত্রীসভার অন্যান্যদের পদত্যাগের দাবি করে তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us