New Update
/anm-bengali/media/post_banners/PbaqyFAJpr6OoWJMVrVy.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে শনিবার বিদ্রোহী গোষ্ঠী ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ) কমপক্ষে ২০০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে মনে করা হচ্ছে। নিহতদের বেশিরভাগই আমহারা গোষ্ঠীর বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি)- এর এক বিবৃতিতে বলা হয়েছে, গিম্বি শহরে এই হামলা সরকারি বাহিনী এবং ওএলএ-র মধ্যে লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিল। ইএইচআরসি সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছে যে এই হামলার ফলে 'হামলায় অসংখ্য মানুষ আহত হয়েছেন। গ্রামগুলি ধ্বংস হয়ে গিয়েছে, গোষ্ঠীগুলোও ক্ষতিগ্রস্ত।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us