New Update
/anm-bengali/media/post_banners/HdcR5QDkB8uUkEG7SGml.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বগটুইকাণ্ডে প্রথম চার্জশিট জমা পড়ল। সোমবার রামপুরহাট আদালতে সিবিআই এই চার্জশিট পেশ করে। চার্জশিটে নাম রয়েছে ঘটনার মূল অভিযুক্ত আনারুল হোসেন,-সহ মোট ১৮ জনের। নাম রয়েছে পলাতক লালন শেখ ও জাহাঙ্গির শেখেরও। যিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী, তাঁকে এখনও গ্রেফতার করতে পারেনি তদন্তকারীরা। অন্যদিকে এদিনই তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের মামলাতেও চার্জশিট জমা পড়ে রামপুরহাট আদালতে। চারজনের নাম রয়েছে এই ঘটনায়। সোমবার রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য দায়রা বিচারকের এজলাসে চার্জশিট জমা দেয় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। বগটুইকাণ্ডে এখনও অবধি মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়। যদিও দু’জন নাবালক হওয়ায় তাদের জামিন মঞ্জুর করেছে সিউড়ির জুভেনাইল আদালত।
​
তবে এদিন সিবিআই বগটুইয়ের দু’টি ঘটনায় মোট ২২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। বাকিদের নাম নেই সেখানে। একইসঙ্গে সোমবার ভাদু শেখের খুনের ঘটনায় চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পলাশ খান, মাশাদ শেখ, মাহি শেখ, নিউটন নামে চার অভিযুক্তই পলাতক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us