New Update
/anm-bengali/media/post_banners/6nelxyDXOs6Cs9rmdaiD.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল ও সড়ক পথের উন্নয়নের জন্য ২৮ হাজার কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। অনুষ্ঠান থেকে তিনি বলেছেন, বেঙ্গালুরু শ্রেষ্ঠ ভারতের এক প্রতিচ্ছবি। বেঙ্গালুরুর উন্নয়ন মানে বহু মানুষের স্বপ্নের বাস্তবায়ন। সে জন্য গত আট বছর ধরে নিরন্তর কাজ করেছি আমরা। বেঙ্গালুরুকে ট্র্যাফিক জ্যাম মুক্ত করতে ডবল ইঞ্জিন সরকার সবরকমের চেষ্টা করছে। রেল, রাস্তা, মেট্রো, আন্ডারপাস নির্মাণের কাজ করে চলেছি আমরা।'
Bengaluru | PM Narendra Modi inaugurates & lays foundation stone for rail and road infrastructure projects worth over Rs 28,000 crores in Karnataka pic.twitter.com/OnR9xqXPAM
— ANI (@ANI) June 20, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us