New Update
/anm-bengali/media/post_banners/Aj4OZ2Jhemo4NbhgwsyU.jpg)
দিগ্বিজয় মাহালিঃ আরসেটির উদ্যোগে এলাকার স্ব-সহায়ক দলের মহিলাদের পশুমিত্রার ট্রেনিং দেওয়া শুরু হয়েছে ডেবরায়। এই ট্রেনিং চলবে ৬০ দিন। গত বুধবার এই ট্রেনিং শুরু হয়েছে।
ব্লকের ২৯ জন মহিলাকে পশুমিত্রার ট্রেনিং দেওয়া চলছে। এই মহিলারা ১৮-৪৫ বছরের মধ্যে। এই মহিলারা সবাই মাধ্যমিক পাশ। ট্রেনিংয়ের শুরুর দিন উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ব্যাংক, জোনাল অফিস, মেদিনীপুরের এজিএম ও আরসেটির ডিরেক্টর নিরঞ্জন দাস, স্টেট লেভেলের ট্রেনার নমিতা খান সহ অন্যান্যরা।
হাস, মুরগী সহ বিভিন্ন গৃহপালিত পশুর প্রাথমিক চিকিৎসার জন্য এই ট্রেনিং দেওয়া হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us