New Update
/anm-bengali/media/post_banners/fqzpqc0BjFhS9s3gwt3K.jpg)
নিজস্ব প্রতিনিধি -প্রাক্তন বিজেপি বিধায়ক তথা বর্তমান কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মণ হঠাৎই কাল রাতে হামলার শিকার হন। তিনি ত্রিপুরা বিধানসভার উপনির্বাচনের আগরতলা - ৬ এর প্রার্থী।
রাতেই তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সুত্রের খবর অনুযায়ী রবিবার গভীর রাতে রাজধানীর উজান অভয়নগরে তার উপর দুস্কৃতিরা হামলা করেছে বলে অভিযোগ।হাসপাতাল সুত্রের খবর মুখে নাকে মাথায় গুরতর চোট পেয়েছেন তিনি। ইতিমধ্যেই এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে প্রশ্নের দানা বেধেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us