New Update
/anm-bengali/media/post_banners/AbQy8ddwKHB8OZvNQksj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আইআইটি ভুবনেশ্বরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চলছে নিয়োগ। মোট শূন্যপদ ২০ টি। অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাডেমিক, স্টোর, মেটারিয়াল ম্যানেজমেন্ট অথবা পাবলিক রিলেশনে ব্যাচেলার ডিগ্রি থাকলে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বয়স- চাকরি প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন- ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
আবেদনের জন্য আইআইটি ভুবনেশ্বরের ওয়েব সাইট ভিসিট করুন ( https://recruitment.iitbbs.ac.in/index.php?noti=3c59dc048e8850243be8079a5c74d079 )। আবেদনের শেষ তারিখ ২৪.০৬.২০২২।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us