New Update
/anm-bengali/media/post_banners/7v8TATnC6nmOP74guzdy.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে দাসপুর থানার পরিচালনায় দাসপুর থানাতে আজ সেফ ড্রাইভ সেভ লাইফ-এর একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের SDPO, CI, OC Daspur এবং দাসপুর থানার সমস্ত কর্মীবৃন্দ ও টোটো চালক, অটোচালক, মারুতি চালক, ট্রাক চালক, ট্রাক এসোসিয়েশনের সেক্রেটারি, তপন চক্রবর্তী এবং অনেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us