গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৬২

author-image
Harmeet
New Update
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৬২

নিজস্ব সংবাদদাতাঃ  ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬২ জন। এদিনও সংক্রমণের নিরিখে শীর্ষ কলকাতা। একদিনে তিলোত্তমায় মোট ১৩৯ জন করোনা সংক্রমিত হয়েছেন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ১০৫ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৩১। ফলে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ লক্ষ ২১ হাজার ৯১৭। 

                             

এদিন রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন একজন। রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ২০৮ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ৩.৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৩ জন। এখনও পর্যন্ত রাজ্যের মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৮ হাজার ৭৯৬। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ।