New Update
/anm-bengali/media/post_banners/8yLdl1YTdDu56wVyfSx6.jpg)
নিজস্ব সংবাদদাতা: অ্যাবারডিনের রাইট-ব্যাক ক্যালভিন রামসেকে ৪ মিলিয়ন পাউন্ড (৫ মিলিয়ন ডলার)-এর বিনিময়ে লিভারপুল সই করিয়েছে বলে জানা গিয়েছে। ক্লাবের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। স্কটিশ ডিফেন্ডারকে গত এক বছর ধরে একাধিক ইউরোপীয় ক্লাব তাঁকে দলে নিতে চেষ্টা চালিয়েছিল। এবং জানুয়ারীর ট্রান্সফার উইন্ডোর সময় বোলোনিয়াতে যাওয়ার জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছিল রামসেকে। শেষ পর্যন্ত এই রাইট-ব্যাককে নেওয়ার দৌড়ে সফল হল লিভারপুল।
Our new #️⃣2️⃣2️⃣ pic.twitter.com/FxIY3VDCYC
— Liverpool FC (@LFC) June 19, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us