/anm-bengali/media/post_banners/ViBMiaV4ACF0VAZNV1rF.jpg)
নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ জঙ্গল মহলে হারিয়ে যেতে বসা বিজেপি কর্মীদের চাঙ্গা করতে বর্ধিত কার্যকরি কমিটির মিটিং এ ঝাড়গ্রামে আসেন শুভেন্দু অধিকারি। সেখান থেকে তিনি বন্দেভারত বিষয়ে বলেন, “বন্দেভারত নিয়ে কোনো মন্তব্য করবো না। রাজনাথ সিং যা বলেছেন সেটাই সমর্থন করছি। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা কমপিটেন্ট। আইন হাতে তুললে তারা ডান্ডা দেখায়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো দাঙ্গাবাজ দের কাছে হাত জোড় করে। সব মুসলিম খারাপ নয়। কিন্তু যারা রাস্তায় নেমে ট্রেন পুড়াচ্ছে তাদের পিছনে আলকায়দা আছে, হিজবুল মুজাহিদীন আছে”। জঙ্গল মহলে রিজারভেশনকে সামনে রেখে এদিন আবার আন্দোলনে উস্কানি দেন শুভেন্দু। তিনি বলেন, “হিন্দু ওবিসিরা রিজারভেশন এর সুবিধা পাচ্ছেনা। ভোট রাজনীতির জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওবিসিতে পরিনত করার জন্য ১০০ এর মধ্যে ৯৫ শতাংশ ওদের চাকরি হয়। মহাত, কুম্ভকার সহ বাকি হিন্দু ওবিসিরা চাকরি পায়না”। এছাড়াও তিনি বলেন, সমস্ত পঞ্চায়েতে ১০০ দিনের কাজে পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন ডেপুটেশন করা হবে”। পানিহাটিতে নেতাজির মূর্তী ভাঙা প্রসঙ্গে তিনি বলেন, “দুষ্কৃতিরা করেছে। কারন পানিহাটিতে পুলিশ ছিলোনা। কিছুদিন আগে সেখানে তৃণমূলই তৃণমূলের কর্মীকে গুলি করে মেরেছে। পুলিশ সব পিসি ও ভাইপোর নিরাপত্তায় থাকে”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us