চকঅনন্ত গ্রামের ন্যাড়া হওয়া নিঁখোজ গৃহবধূকে উদ্ধার করলো ডেবরা থানার পুলিশ

author-image
Harmeet
New Update
চকঅনন্ত গ্রামের ন্যাড়া হওয়া নিঁখোজ গৃহবধূকে উদ্ধার করলো ডেবরা থানার পুলিশ

দিগ্বিজয় মাহালিঃ ডেবরার চকঅনন্ত গ্রামে গৃহবধূকে ন্যাড়া করার ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ। তাদের ১৪ দিনের জেল হেফাযতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত। মুখ লজ্জায় তারপর থেকেই গৃহবধূ নিঁখোজ ছিল। অবশেষে সেই গৃহবধূকে উদ্ধার করল ডেবরা থানার পুলিশ। গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলার রাতুলিয়া এলাকার একটি বাড়ি থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে পরিচারিকার কাজ করছিল ওই গৃহবধূ। আজ অর্থাৎ রবিবার মেদিনীপুর আদালতে তোলা হবে তাকে, এমনটাই পুলিশ সুত্রে খবর। তারপর আইন মেনে ওই গৃহবধূকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।