ঝাড়গ্রামে বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন শুভেন্দু অধিকারী

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রামে বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন শুভেন্দু অধিকারী

নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলার ভারতীয় জনতা পাটির কার্যালয়ে দলীয় কার্য্কর্তাদের নিয়ে সংগঠক সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। মূলত আগামী ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য এদিনের এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “ঝাড়গ্রাম জেলা জুড়ে সব জায়গাতে চলছে দুর্নীতি। গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে দলীয় কর্মীদের দুর্নীতি নিয়ে যেভাবে বলেছেন তাতে  বাংলার লোক মুখ্যমন্ত্রীর এই নাটক দেখেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ বুঝিয়ে দেবে বাংলা কাকে চায়”। এর পাশাপাশি তিনি এও জানান, ইউক্রেনের পরিস্থিতি দেখে মানুষের শিক্ষা হওয়া উচিত। যদিও অগ্নিবীর-অগ্নিপথ প্রকল্পের বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। এছাড়াও উত্তর বঙ্গের মুখ্যমন্ত্রী সফরে আদিবাসী মহিলাদের সাথে নাচ প্রসঙ্গে বলেন, “মুখ্যমন্ত্রীর দুই পাশে যে মহিলারা নাচছিলেন তাদের হাতে গ্লাভস পরানো ছিলো। মুখ্যমন্ত্রী আদিবাসীদের উন্নয়নের কথা আদিবাসীদের পাশে থাকার কথা বলছেন। তা আদতেও কতটা সত্যি মানুষ তা বুঝতে পারছে”। উলুবেড়িয়ার অবরোধ নিয়ে তিনি বলেন, “যারা ১০ ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে  তারা আর যাই হোক রাষ্ট্রবাদী হতে পারে না। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা কি ব্যবস্থা করছে তা দেখে শিক্ষা নিতে হবে। হাতজোড় করে কেউ এভাবে আবেদন করে না”।