হাতে মাত্র ২ দিন, জলদি করুন

author-image
Harmeet
New Update
হাতে মাত্র ২ দিন, জলদি করুন

নিজস্ব সংবাদদাতাঃ এবার স্নাতক পাসে চাকরির সুযোগ। দ্য ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে চলছে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট পদে চলছে নিয়োগ। মোট শূন্যপদ ৪৬২ টি। যেকোনো বিষয়ে স্নাতক পাস করলে চাকরির জন্য আবেদন করা যাবে।

বয়স- চাকরি প্রার্থীর বয়স ১ জুন ২০২২ এর মধ্যে ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ওবিসিদের জন্য ৩ বছর, এসসি/এসটিদের জন্য ৫ বছর এবং প্রতিবন্ধীদের জন্য ১০ বছর বয়সের ছাড় রয়েছে।

বেতন- চাকরি পাবার পর ঠিক করা হবে।

আবেদনের জন্য দ্য ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের ওয়েব সাইট ভিসিট করুন (https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/76960/Instruction.html )। আবেদনের জন্য জেনারেল ও ওবিসিদের জন্য ১২০০ টাকা লাগবে, এসসি/এসটি ও প্রতিবন্ধীদের ৫০০ টাকা লাগবে। তবে আবেদনের জন্য হাতে রয়েছে আর মাত্র ২ দিন। আবেদনের শেষ তারিখ ২১.০৬.২০২২।