'মমতা দিদিকে ধন্যবাদ,' এবার রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নেই ফারুক আবদুল্লাও

author-image
Harmeet
New Update
'মমতা দিদিকে ধন্যবাদ,' এবার রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নেই ফারুক আবদুল্লাও


নিজস্ব সংবাদদাতাঃ
এনসিপি নেতা শরদ পাওয়ারের পর এবার রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নেই ফারুক আবদুল্লাও। সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তিনি। ন্যাশনাল কনফারেন্সের এই বর্ষীয়ান নেতা জানিয়েছেন, 'আমি ভারতের রাষ্ট্রপতির সম্ভাব্য যৌথ বিরোধী প্রার্থী হিসাবে বিবেচনা থেকে আমার নাম প্রত্যাহার করে নিচ্ছি। আমি বিশ্বাস করি যে জম্মু ও কাশ্মীর একটি সঙ্কটময় সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই অনিশ্চিত সময়ে নেভিগেট করতে সহায়তা করার জন্য আমার প্রচেষ্টা প্রয়োজন।'



তিনি আরও বলেন, 'আমার সামনে আরও অনেক সক্রিয় রাজনীতি রয়েছে এবং জম্মু ও কাশ্মীর ও দেশের সেবায় ইতিবাচক অবদান রাখার জন্য উন্মুখ। আমার নাম প্রস্তাব করার জন্য আমি মমতা দিদির কাছে কৃতজ্ঞ। আমি সেই সব সিনিয়র নেতাদের কাছেও কৃতজ্ঞ যারা আমাকে তাদের সমর্থনের প্রস্তাব দিয়েছেন।'