অস্ট্রেলিয়ায় বিশ্বের বৃহত্তম জীবন্ত গাছ

author-image
Harmeet
New Update
অস্ট্রেলিয়ায় বিশ্বের বৃহত্তম জীবন্ত গাছ

নিজস্ব সংবাদদাতা: অস্ট্রেলিয়ার সার্ক উপসাগরে রয়েছে বিশ্বের বৃহত্তম জীবন্ত গাছ। সমুদ্র তলে অবস্থিত দ্যা রিবন উইড ভূমি একটি মাত্র গাছ থেকে তৈরি বলে মনে করা হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম উদ্ভিদের তকমা পেয়েছে। 


তৃণভূমিতে জেনেটিক পরীক্ষা চালানোর পরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উপকূলের অগভীর জলে বিশ্বের বৃহত্তম জীবন্ত উদ্ভিদ চিহ্নিত করা হয়েছে। সমুদ্র ঘাসের এই তৃণভূমি ১৬০ কিলোমিটার (১১২ মাইল) বিস্তৃত। সান দিয়েগো এবং লস অ্যাঞ্জেলেসের মধ্যেকার দূরত্বের সমান।