নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতির খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ। এদিন সকাল আটটা নাগাদ গুসকরার কাছে রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে যায় মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশের আশ্বাসে একঘণ্টা পর অবরোধ ওঠে। গতকাল সন্ধেয় বাড়ি ফেরার পথে, বাইক থামিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। খুনের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।